সেনবাগে সৌদি প্রবাসীর অর্থায়নে বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিশুদ্ধ পানির কুলার স্থাপনের উদ্বোধন
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অর্থায়নে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে স্থাপিত অত্যাধুনিক বিশুদ্ধ পানির কুলার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামের কৃতিসন্তান সৌদি আরবের দাম্মাম “মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মহি উদ্দিন এর পৃষ্ঠপোষকতায় এবং বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে এই অত্যাধুনিক বিশুদ্ধ পানির কুলার স্হাপন করা হয়। পানির কুলার স্হাপন উপলক্ষে বুধবার বিকেলে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিন পাশে বিন্নাগুনী প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।
ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আবদুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, মানবিক পুলিশ আবু সায়েম,সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য শহীদুল্লাহ মিন্টু সহ আরো অনেকে।
এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ,সেনবাগ বাজারের ব্যবসায়ীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি প্রবাসী মহি উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্যে বলেন-বাজারে আগত জনসাধারণ ও মসজিদের মুসল্লীরা পানির পিপাসা পেলে অনেক সময় মসজিদের টেপ থেকে অজু করার পানি খেয়ে বাড়ি চলে যেতো এটা তিনি স্বচক্ষে দেখেছেন,এই দৃশ্যটি তাকে তাড়া করে বেড়ায়,বিবেকের তাড়নায় সাধারণ মানুষ মুসলমানদের কথা চিন্তা করে তিনি সেনবাগে এই অত্যাধুনিক বিশুদ্ধ পানির কুলারটি স্থাপন করছেন। তিনি আরো জানান-বাজারে স্কুল, কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে আরো আটটি টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সেনবাগ বাজারে মানুষের কোন বিশ্রামাগার নাই, কোথাও বসে কথা বলার কোন স্থান নেই,তিনি সেই বিষয়ে কাজ করবেন বলেও পরিকল্পনা রয়েছে।