• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় অবৈধভাবে ব্রাহমার সীমেন গরুর প্রয়োগ করে উত্তম কুমার বিশ্বাস খমা চাইলেন নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি যাওয়ার ৩ দিনের মধ্যে যুবকের মৃত্যু অর্থাভাবে লাশ আনতে পারছে না পরিবার সেনবাগে পৌর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক: যুবদল আহ্বায়কসহ গ্রেপ্তার-৫ আব্দুল কাইউম জমাদ্দার কে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের সভাপতি নির্বাচিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক ৪ জন স্বপ্নের বাজার ও ২ জন লাখপতি নির্বাচিত ডুমুরিয়ায় ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা আওয়ামীলীগ সরকারের রোষানলের কারনে প্রতিষ্ঠার ২৪ বছরেও এমপিওভূক্ত হয়নি আমতলীর টিয়াখালী কলেজ, হতাশ শিক্ষক ও কর্মচারীরা

দুদকের চার্জশিট অনুমোদন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্ট:

৯০ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সুপারিশ অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী মহুয়া খায়েরের নামেও মামলা করেছে দুদক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করে কমিশনের জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় অভিযোগপত্র দাখিলের সুপারিশ করলে বুধবার (১০ জুলাই) কমিশন সভায় তা অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়েছে, আবুল খায়েরের বিরুদ্ধে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার ‘প্রমাণ পেয়েছে’ দুদক। এছাড়া তদন্তে তার ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপনের ‘প্রমাণ মিলেছে’। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ১৭ এপ্রিল লিটুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. মোনায়েম হোসেন।

এছাড়া আবুল খায়েরের স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধেও গত ৯ এপ্রিল একটি মামলা করেছেন দুদকের উপপরিচালক মো. মোনায়েম হোসেন। তার বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে আড়াই কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছে। দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলার কথা জানান মোনায়েম হোসেন।

এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন মহুয়া। যাচাইয়ে তার নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেন। আর পারিবারিক ব্যয় ৫৭ লাখ ২০ হাজার ২০৪ টাকাসহ মহুয়ার অর্জিত সম্পদের মূল্য ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৩৯ টাকা। এ সম্পদ অর্জনের বিপরীতে মহুয়ার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১৬৯ টাকা। এই হিসাবে, ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন মহুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ