সোনাতলায় বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এমপি সাহাদারা মান্নান
বগুড়ার সোনাতলায় পাকুল্যা ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে চার শতাধিক অসহায় লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
শুক্রবার বিকেলে পাকুল্যার পূর্ব সুজাইতপুর কান্টু আকন্দের বাড়ীর পশ্চিম পার্শ্বে মুজিব কিল্লায় ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজামান লিটন,বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম,এমপি সাহাদারা মান্নান প্রমুখ। জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্তে আমার মাধ্যমে আপনাদের খবরাখবর নিচ্ছেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,যেকোনো দূর্যোগ মোকাবেলা করার মতো সরকারের পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ আছে।
ত্রান সামগ্রী পেয়ে অত্যন্ত খুশিতে পুর্ব সুজাইতপুরের শ্রীপরিমল চন্দ্র সরকার বলেন,বাড়িতে জল উঠেছে এমন সময় খাবার সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে আমি ভগবানের কাছে আমাদের এমপি সহ প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন,সহকারী কমিশনার ফিরোজা আক্তার,মোঃ লুৎফুল হামিদ সিবাত,তাসওয়ার তানজামুল,গোলাম কিবরিয়া,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফিদা হাসান খান,থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)বাবু কুমার সাহা,ওসি তদন্ত আবু সুফিয়ান,পাকুল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।