সোনাতলায় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী লাঞ্চিত ঘটনার প্রতিবাদে লাইনম্যানদের অবস্থান কর্মসূচি
বগুড়ার সোনাতলায় বিদ্যুৎ অফিসের কর্মী (লাইনম্যান) মোঃ জাকির হোসেনকে লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে ও বিদ্যুৎ অফিসের এজিএম (ওএন্ডএম) খাইরুল ইসলাম এবং ইসি মোঃ ইদ্রিস আলীকে সোনাতলা জোনাল থেকে প্রত্যাহারের দাবিতে ৪জুলাই বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে জেলা ও জোনাল অফিসের বিদ্যুৎ শ্রমিকরা।
এ সময়ে বক্তব্য রাখেন বগুড়া পল্লি সমিতি(২)এর লাইনম্যান সোহানুর রহমান,আরিফুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, আমাদের ভাই জাকির লাঞ্চিত হওয়ার ৮দিন অতিবাহিত হলেও অফিস কোন রুপ আইনগত ব্যবস্থা নেয়নি। সেই সাথে অনতিবিলম্বে জোনাল অফিসের খাইরুল আলম এজিএম (ও এন্ড এম) ভারপ্রাপ্ত ও ইনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ইদ্রিস আলীকে দায়িত্ব অবহেলার প্রসঙ্গ তুলে এ দুজনের প্রত্যাহারের জোর দাবি জানান কর্মসূচি থেকে। বক্তারা বলেন আগামী রবিবারের মধ্যে লাঞ্ছিত ঘটনায় অফিস হতে মামলার ব্যাবস্থা না করা হলে বিভাগীয় সকল লাইন শ্রমিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম (এলটি),দিলিপ কুমার রায় (এলটি) সাজেদুর রহমান,আরিফ উদ্দিন (এলএম১) মোকলেছুর রহমান,সোহেল রানা,নায়েব আলী,সিদ্দিকুর রহমান। এ বিষয়ে জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার উত্তম কুমার সাহা বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে তবে স্মারকলিপি জিএম বরাবর তারা দিয়েছেন।