• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আমতলীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল ও হাতাহাতি নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত নবলোক ও ওয়াটার এইড এর যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে “Gender Transformative WASH” বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিগম্যতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার গোনালী একটি পতিত জমিতে জাতীয় ফুল শাপলা স্মৃতির আসনে জায়গা নিয়েছে

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নওগাঁর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০টায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রসাশকের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সভাপতিত্বে (সার্বিক)মোঃ রাসেদুল হাসান।

এতে বগুড়া,জয়পুরহাট,নওগাঁ অফিস এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুরুতেই বিএসটিআই নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান, উত্তম কুমার মিত্র স্বাগত বক্তব্যে বিএসটিআই এর পটভূমি তুলে ধরে বলেন,১৯৫৫ সাল থেকে এই প্রতিষ্ঠানটি পণ্যের মান প্রণয়ন সহ পণ্যের মাননিয়ন্ত্রণ করে আসছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক আঙ্গিক বিশ্লেষণ সহ ক্রেতা সাধারণদের সেবার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমানে বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট প্রদান করা হচ্ছে যার প্রেক্ষিতে আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছি।

সার্ভিল্যান্স,মোবাইল কোর্ট আমাদের নিত্য নৈমিত্তিক কাজ এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া সামাজিক,অর্থনৈতিক সর্বক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য ওজনে সঠিকতার গুরুত্ব আলোচনা করে বলেন, ১৯৮২ সাল থেকে মেট্রিক পদ্ধতি চালু করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তার প্রেক্ষিতে জনগণ সঠিক পরিমাপ পাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা সকলেই ভোক্তা, তাই ভোক্তা হিসেবে সকলেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হই সেই বিষয়ে আহ্বান তার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মো নজরুল ইসলাম তিনি বলেন, বিএসটিআই এর কাজের পরিসর ব্যাপক। তারা খুব দক্ষতা ও সঠিকতার সাথে নিপুণভাবে কাজটি করে যাচ্ছে। তিনি বলেন রূপকল্প ২০৪১ বাস্তবায়নে পণ্যের গুণগত মানের বিকল্প নাই। তবে বর্তমানে প্রতিটি অফিস নিরোলসভাবে বাজার মনিটর, সার্ভিল্যান্স, মোবাইল কোর্ট ইত্যাদি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে আসছে তার জন্য বিএসটিআই’কে সকল বক্তাই ধন্যবাদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ