রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সোবহান মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ধামরাই উপজেলার পৌর শহরের ৩নং ওয়ার্ডে অবস্হিত আব্দুস সোবহান স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ধামরাই পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমদ-এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে। ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলাতেও পারদর্শী হতে হবে। তাদেরকে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থী বাড়ার সাথে সাথে কোয়ালিটি সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, বিদ্যালয়টি এক সময় অবকাঠামোর উন্নয়নের দিক দিয়ে বেশ অবহেলিত ছিল। মাননীয় সংসদ সদস্য বেনজীর আহমদ এর ছোঁয়ায় বিদ্যালয়ে অবকাঠামোর দিক দিয়ে আজ এমন সফলতা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের লক্ষ বস্তু ঠিক রাখতে হবে। সরকার ইন্টারনেট দিয়েছে তাই শিক্ষনীয় কাজে ইন্টারনেট ব্যবহার জানতে হবে। তিনি আরো বলেন, মা বাবার সাথে সবসময় ভাল ব্যবহার করতে হবে। শুধু তাইনয় শিক্ষক ও বড়দের সম্মান করতে হবে। তাহলেই আজকের শিক্ষার্থী আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা হিমায়েত কবির মতিন, কাউন্সিলর মোকছেদ আলী, মোহাম্মদ আলী ও আমিনুল ইসলাম গার্নেলসহ অন্যান্যরা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
আলোচনা সভা শেষে ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এরপূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।