বিকাশ স্বর্নকার, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। তিনি ২৯শে জানুয়ারি সোমবার সকাল ১০টায় শীতার্ত শিশুদের শীত নিবারণের জন্য বেশ কিছু শীতবস্ত্র নিয়ে আকস্মিক উপজেলার মধুপুর ইউনিয়নের গাড়ামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন।
এসময় তিনি অসহায় খুদে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র গুলো বিতরণ করেন। সে সময় খুদে শিক্ষার্থীরা গরম কাপড় পেয়ে রিতিমত খুশি। উল্লেখ্যঃ এ সংক্রান্ত জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজ জাতীয় বাংলাদেশ অনলাইনে, শীতে জবুথবু গাড়ামাড়া প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা শিরোনামে নিউজটি প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা সেটি দেখে প্রতিনিধির সাথে কথা বলে।
এর পরিপ্রেক্ষিতেই ওই বিদ্যালয়ে নিজে গিয়ে কোমলমতি অসহায় খুদে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক মন্ডল। এ বিষয়ে গাড়ামাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী জানান,গত কয়েকদিন আগে প্রচন্ড শীতে শিশুরা নাজেহাল হয়ে পড়েছিল। এ সংক্রান্ত পত্রিকায় নিউজ প্রকাশিত হলে সেটি দেখে মানবিক উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গেলেন এতে আমরা সহ সবাই খুব খুশি হয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা বলেন, আপনার মাধ্যমে জানতে পেরেই আমরা উদ্দোগ গ্ৰহন করি। এর ফলশ্রুতিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস অনুযায়ী গাড়ামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে খুদে শীতার্ত শিশুদের হাতে কিছু গরম কাপড় শীত নিবারণের জন্য তুলে দেয়।