বিকাশ স্বর্নকার,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় জন্মান্ধ ও মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া চল্লিশটি শীতবস্ত্র(কম্বল) উপহার হিসেবে তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আসফার সায়মা।
উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়াতে একই পরিবারের জন্মান্ধ একুশ জনকে এবং বোচারপুকুর হাফেজিয়া মাদ্রাসার দশজন এতিম ও অসহায় শীতার্ত শিশুদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র (কম্বল) উপহার হিসেবে তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে কাছে পেয়ে আনন্দিত হয়ে পড়ে জন্মান্ধ পরিবারের সদস্য ও মাদ্রাসার এতিম শিশুরা। জম্মান্ধ মোবারক আলী বলেন, আমরা বড় অসহায় রুজিরোজগার বলতে চেয়েচিন্তে চলে সংসার। এবার প্রচণ্ড শীতের মধ্যে কষ্টে ছিলাম তবে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হলো।
এসময় ইউএনও এর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকা, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, ইউপি সদস্য আপেল ইসলাম।