নিখোঁজ সংবাদ
টাঙ্গাইলের মধুপুর পৌর সভাধীন গোসাইবাড়ী থেকে তারিকুল ইসলাম নামের ১৮ বছর বয়সী একটি ছেলে নিখোঁজ হয়ে গেছে। তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। তার পিতা মোফাজ্জল হোসেন জানান গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে তার নিজ বাড়ি গোসাই বাড়ি হতে পার্শ্ববর্তী নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ী হতে বেড় হয়ে যায়।
সকালে তার ছেলে তারিকুল ইসলামের মোবাইল ফোন ০১৯৬৬-১৩২৩০৭ নাম্বারে ফোন দিলে ফোন বন্ধ পাওয়ায় নানার বাড়িতে খোঁজ নিলে জানতে পারে সে সেখানে যায়নি। পরে সম্ভাব্য সকল জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজা খোজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি। এব্যাপারে মধুপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৬৩৩,।
১৯ দিন যাবৎ তাকে কোথাও না পেয়ে তার পিতা মাতা পরিবার প্রায় পাগলের মতো হয়ে গেছে বলে জানান পিতা মোফাজ্জল হোসেন। তারিকুল ইসলাম মধুপুর রানিয়াদ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি নিখোঁজ হয়ে যাওয়া তারিকুল ইসলামের সন্ধান পেলে নিম্নে দেওয়া তার পিতা মোফাজ্জল হোসেন এর নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগের মোবাইল ফোনের নাম্বারঃ ০১৭৩৫-১৮১৬৬০।