বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে বিপরীত দিকে গাড়ী চালাতে বাধা দেয়ার কারনে হাইওয়ে পুলিশ কন্সটেবল তৌহিদ কে পিটিয়েছে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে আপেল সরকার।
২৩শে এপ্রিল বরিবার দুপুর ১টার সময় মোকামতলা বন্দরের সোনাতলা রাস্তার মোড়ে কতর্ব্যরত পুলিশ সদস্যকে পোশাক পরিহিত অবস্থায় জনসন্মুখে তাকে শার্টের কলার টেনে ধরে এবং মারপিট করে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা আরো জানায়, ওই সময় যুবলীগ নেতা আপেল সরকার একহাতে সিগারেট ও মোবাইল ফোন এবং অন্য হাতে গাড়ীর স্টিয়ারিং ধরে উল্টোপথে চলতে থাকে। রাস্তায় যানজট সৃষ্টি হবে জেনে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে গাড়ি থামাতে সিগন্যাল দিলে সে রাগান্বিত হয়ে গাড়ী থেকে নেমে পুলিশের উপর চড়াও হয়।
এসময় স্থানীয়রা পুলিশ সদস্যকে নিরাপদ দুরুত্ব সরে নেয়। উল্লেখ্য উক্ত আপেল সরকারের কতৃক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয় ওই সাংবাদিক বাদি হয়ে বিগত দিনে আপেলকে আসামি করে থানায় মামলা করেন। বর্তমান সে মামলা চলমান রয়েছে।