এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর’২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে রবিবার ৩ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার এক জরুরি সাধারণ সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন, সহঃ নির্বাচন কমিশনার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। নির্ধারিত সময়ে সকল সাংবাদিক ও সদস্যগণ জরুরি সাধারণ সভায় অংশগ্রহণ করেন।
জাঁকজমকপূর্ণ এ সভা শুরুর প্রথমেই প্রেসক্লাবের প্রতিষ্ঠতা প্রয়াত শেখ সেফারুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক প্রয়াত মহাদেব সাধু ও দাতা সদস্য বাবু যুগোল কিশোর দে’র স্মরণে শোক ও ১ মিনিট নরাবতা পালন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু। এরপর প্রধান নির্বাচন কমিশনার স্বাগত বক্তব্য রাখেন ও নির্বাচনী তপশীল ঘোষনা করেন। সকল সদস্যদের মতামত গ্রহন সহ আগামী ২৪ ডিসেম্বর ভোট গ্রহনের ঘোষনা দেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন, কপলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এইচ এম শফিউল ইসলাম ও এ কে আজাদ, সাবেক সভাপতি শেখ আব্দুস সালাম, জি এম হেদায়েত আলী টুকু, শেখ আব্দুল গফুর, সাবেক সহ সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাবেক সহ সম্পাদক জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক মিলন কুমার দাশ, দপ্তর সম্পাদক জি এম হাসান ইমাম, দাতা সদস্য নির্মল কুমার মজুমদার, আজীবন সদস্য আলহাজ্ব ডাঃ বি এম এ জব্বার, সরদার ফরিদ আহমেদ, গাজী মিজানুর রহমান ও এস এম আজিজুর রহমান। ৯ টি পদের বিপরীতে ২৩ জন ভোটারের মুল্যবান ভোটে যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন সম্মানিত ভোটাররা।
সকল ভেদাভেদ ভুলে কর্মরত সাংবাদিকদের উপস্থিতি এক মিলন মেলায় পরিনত হয় প্রেসক্লাব।