টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা ভবানীটেকী গ্রামে জমি দখল করে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ভবানিটেকী গ্রামের মৃত আঃ গফুর সরকার এর ছেলে গোলজার হোসেনের পৌত্রিক সুত্রে পাওয়া পীরগাছা মৌজার ২৭১ দাগের ২৯ শতাংশ জমি ভবানিটেকী পীরগাছা গ্রামের তারা মিয়ার ছেলে ময়েন উদ্দিন কালু, মৃত মোসলেম উদ্দিনের ছেলে খোকা, হায়দার আলীর ছেলে নাছির, তারা মিয়ার ছেলে বাবুল ,মোসলেম উদ্দিনের ছেলে খোকা, তাদের লোকজন নিয়ে উক্ত জমিতে জোর পুর্বক ঘর তুলে জায়গা বেদখল দিচ্ছে বলে জানান ভুক্তভোগী গোলজার হোসেন।
গোলজার হোসেন জানান আমি উক্ত জমি চাষাবাদ করে আসছি কিন্তু হঠাৎ করে তারা আমার জমি বেদখল দিয়ে ঘর তুলতেছে আমি বাধা নিষেধ করলে তারা আমাকে উক্ত জমিতে যেতে নিষেধ করে এবং মারপিটের ভয় দেখায়। আমার বাধা নিষেধ উপেক্ষা করে তারা ঘর তোলার কাজ চালিয়ে যাচ্ছে।
মামলা সুত্রে জানা যায় এর আগে উক্ত জমিতে বিবাদীগন জোর পুর্বক দখল করতে গেলে তার পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগন গোলজার হোসেনের স্ত্রী শেফালী বেগম, তার ছেলে খোকন সরকার ও রোকন সরকারকে মারপিট করে জখম করে।
স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান। পরের দিন সকালে উক্ত বিবাদীগন তাদের লোকজন নিয়ে গোলজার হোসেনের বাড়ি হতে ১৬ টি গরু নিয়ে যায়।
স্হানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় ১৪ টি গরু উদ্ধার করা হলেও দুটি গরু তারা ফেরত দেয়নি। গরুদুটির আনুমানিক মুল্য দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা।
এব্যাপারে গোলজার হোসেন বাদী হয়ে রবিবার (২৬ নভেম্বর) টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেছেন মামলা নং ৭৬৪/২৩।