বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
আপনাদের বিপদে আপদে জেলা পুলিশ সদা সর্বদা পাশে থাকবে। জনতার দুয়ারে জনতারই পুলিশ। হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রধান অতিথি হিসেবে ২৩শে অক্টোবর সোমবার নবমীর রাতে বগুড়ার সোনাতলা পৌরসভার রাম নারায়ণ বিহানী সার্বজনীন দুর্গা মন্দিরে পুজা পরিদর্শনে এসে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী(বিপিএম,পিপিএম)।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি )সৈকত হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইজি (ক্রাইম এনালাইসিস)পুলিশ হেড কোয়ার্টার ঢাকা ও জেলা পুনাকের সভানেত্রী সুনন্দা রায় (বিপিএম সেবা)।
আলোচনাসভা শুরুর পূর্বে (মানবাধিকার সংস্থা)হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এর জেলা সভাপতি বিকাশ চন্দ্র স্বর্নকার, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সাহা ও সদস্য সুশান্ত চন্দ্র কর্মকার সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এসপি সিগ্ধ আখতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর রহমান,থানার ওসি তদন্ত নান্নু মিয়া,এস আই আক্বাস আলী সহ থানার বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্য। আলোচনা সভা শেষে মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহাকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি ও ফল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন,গদাধর সাহা,দিপক চন্দ্র সাহা,গৌতম চন্দ্র সাহা,উজ্জল মহন্ত, আনন্দ চন্দ্র কর্মকার,বিনয় মহন্ত, মন্দিরের পুজায় নিয়োজিত পুরোহিত সুমন চক্রবর্তী,গৌতম কুমার সাহা, নরেন্দ্রনাথ সাহা,সোহাগ চন্দ্র ঘট্রিক সহ ভক্তবৃন্দ।