বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ):
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ RAB-14 অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।তারিখ:১৫/১০/২০২৩ সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা ও থানা এলাকার শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্ডবের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ ধর্মীয় নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইতিমধ্যে পূজার সকল প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা প্রতিবছরের ন্যায় কিশোরগঞ্জে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জ RAB -14 প্রশাসন সবর্দা আন্তরিক ও দৃঢ় সংকল্পবদ্ধ। মাঠপর্যায়ে সকলের সাথে সমন্বয় করে একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা বলয় তৈরির মধ্য দিয়ে উৎসবমুখরভাবে শারদ উৎসব উদযাপিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বছর প্রতিটি মন্দিরে স্থায়ীভাবে আনসার সদস্য নিয়োজিত থাকবে তারপরেও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্ব স্ব অবস্থান থেকে কোনরুপ প্রতিকূল পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ভূপেন্দ ভৌমিক দোলন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, এ্যাডভোকেট বিজয় শংকর রায় সভাপতি শ্রীশ্রী কালীবাড়ি, রিপন রায় লিপু সাবেক ট্রাস্ট্রি, মাখন দেবনাথ সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা, এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিভিন্ন থানা এলাকার পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগণ।