এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):
জনগণের কথা বলা’ সত্যের সাথে পথ চলা, এই স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণিল আয়োজন ও উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রবাসী দিগন্তে”র ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কেটে ৯ম বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় প্রবাসী দিগন্তের সাফল্য কামনা করে তিনি বলেন, দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে পথ চলা “প্রবাসী দিগন্ত” বস্তুনিষ্ঠতা ধরে রেখে দীর্ঘ ৮ টি বছর পেরিয়ে সুনামের সাথে নবম বছরে পদার্পণ করেছে। পাইকগাছা তথা বাংলাদেশের বিভিন্ন খবরাখবর পড়তে জনপ্রিয় এই নিউজ পোর্টাল টিতে সারাক্ষণ আমি চোখ রাখি।
দেশ ও জাতির কল্যাণে প্রবাসী দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী বলেন, প্রবাসীর দিগন্ত সবসময় নতুনত্ব নিয়ে কাজ করে ও বস্তুনিষ্ঠতা ধরে রেখে কাজ করার প্রানন্তকর চেষ্টায় নিয়জিত রয়েছে, সে কারণে পাঠকদের ভালবাসা নিয়ে অবিরাম ছুটে চলেছি আমি, আমরা ও প্রবাসী দিগন্তের সহযোদ্ধারা।
এ সময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, নির্বাহী সদস্য জহুরুল হক, সদস্য হাফিজুর রহমান রিন্টু, কাজী সোহাগ, মাহজারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান প্রমুখ।