রনজিত কুমার পাল (বাবু), স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে কায়েতপাড়াস্হ যশোমাধব অঙ্গনে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আহুত সাধারণ সভা উক্ত মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ ধামরাই পৌর ও পার্শ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় সময় ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক যশোমাধব অঙ্গনে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) শ্রী জীবন কানাই দাস মহোদয়ের সভাপতিত্বে ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজিব প্রসাদ সাহা, কমিটির সহ-সভাপতিত্বয় ডা: অজিত কুমার বসাক, শ্রী অজিত কুমার চক্রবর্তী,শ্রী জগদীশ চন্দ্র সরকার, কমিটির সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী আশীষ কুমার মজুমদার, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নন্দ গোপাল সেন,অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) সহ অন্যান্যরা।
সভার শুরুতেই কমিটির কার্যনির্বাহী সদস্য শ্রী মানিক লাল গোস্বামী পবিত্র গীতা পাঠ করেন এরপর সভার কার্যবিবরণী অনুযায়ী প্রথমে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত নারায়ণ চন্দ্র পালের উপর আনিত শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই সাথে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন সহ বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর নতুন কমিটি গঠন করার জন্য গঠন তন্ত্র উপস্হাপন করেন আশীষ কুমার মজুমদার। আলোচনা পর্যালোচনা শেষে সভাস্হ সকলের সর্ব সম্মতিক্রমে উপস্হাপিত শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির গঠন তন্ত্র গৃহীত হয়।
সভার শেষ পর্যায়ে কমিটির সভাপতি মেজর জেনারেল অব: জীবন কানাই দাস গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর নতুন কমিটি গঠন করার লক্ষ্যে নতুন সভা ডা: অজিত কুমার বসাক এর সভাপতিত্বে শুরু হয় সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মেজর জেনারেল অব: জীবন কানাই দাস, সাধারণ সম্পাদক পদে শ্রী রাজিব প্রসাদ সাহা ও কোষাধ্যক্ষ পদে শ্রী রতন পালকে নির্বাচিত করা হয়।
এ’সময় অদ্যসভা কর্তৃক গৃহীত গঠনতন্ত্র অনুযায়ী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।