মানবিক সেবামূলক আয়োজনে প্রশংসায় ভাসছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা
মানবিক সেবামূলক আয়োজনে প্রশংসায় ভাসছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা
নোয়াখালীর সেনবাগে প্রবাসীদের অর্থায়নে ব্যতিক্রমী মানবিক সেবার আয়োজন করে আলোচনায় এসেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন মহিনের উদ্যোগে এবং সৌদি প্রবাসী এক মহানুভব ব্যক্তির (নাম প্রকাশে অনিচ্ছুক) অর্থায়নে জামেয়া খাজুরিয়া মাদ্রাসায় প্রায় ২৫০ জন ছাত্রসহ ৩ শতাধিক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্যাহ, সংস্থার পরিচালক ও কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রবাসী ব্যবসায়ী শেখ কামাল, পরিচালক শহিদুল্লা মিন্টু, আবদুল মান্নান বাবলু, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি প্রমুখ।
স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী এবং এলাকাবাসী এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সংস্থার পরিচালক নূর হোসাইন সুমন বলেন,
“প্রবাসীরা কেবল পরিবারের জন্যই নয়, সমাজের জন্যও কিছু করতে চায়। এই আয়োজন তারই অংশ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে প্রবাসীদের পাশে পাবেন সেনবাগবাসী।”
















