০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

খুলনার দাকোপ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও অপমানের অভিযোগ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

খুলনার দাকোপ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও অপমানের অভিযোগ

খুলনার দাকোপ উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম নবী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা ৪৬ মিনিটে রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম নবীসহ সাংবাদিক মো. গোলাম কিবরিয়া তুহিন এবং তানভীর তপন তথ্য সংগ্রহের জন্য দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সবুর সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এতে উপস্থিত সাংবাদিকরা চরমভাবে অপমানিত বোধ করেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হন। সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সহকর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের জান-মালের ক্ষতি বা হয়রানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জিডিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে, যারা পুরো ঘটনার সত্যতা প্রমাণ করতে সক্ষম। এ ঘটনায় দাকোপ থানায় সাধারণ ডায়েরি (নং-৪০৫) নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সমাজ মনে করছে, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপরও সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে পানখালি ভুমি কর্মকর্তা আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৫৯

খুলনার দাকোপ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও অপমানের অভিযোগ

আপডেট: ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

খুলনার দাকোপ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও অপমানের অভিযোগ

খুলনার দাকোপ উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম নবী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা ৪৬ মিনিটে রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম নবীসহ সাংবাদিক মো. গোলাম কিবরিয়া তুহিন এবং তানভীর তপন তথ্য সংগ্রহের জন্য দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সবুর সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এতে উপস্থিত সাংবাদিকরা চরমভাবে অপমানিত বোধ করেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হন। সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সহকর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের জান-মালের ক্ষতি বা হয়রানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জিডিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে, যারা পুরো ঘটনার সত্যতা প্রমাণ করতে সক্ষম। এ ঘটনায় দাকোপ থানায় সাধারণ ডায়েরি (নং-৪০৫) নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সমাজ মনে করছে, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপরও সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে পানখালি ভুমি কর্মকর্তা আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।