রনজিত কুমার পাল (বাবু),স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় কলেজ পর্যায়ে এবারো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে পুরস্কৃত হলেন আলোকিত মানুষ গড়ার কারিগর ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় অবস্থিত আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন (টিপু)।
একই সঙ্গে আফাজ উদ্দিন কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ধামরাই উপজেলা কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ৬টি পুরষ্কারের মধ্যে ৫টি পুরষ্কার পেয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন কলেজ।
উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন টিপু। এছাড়াও একই কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী মোসা: মারিয়া আক্তার,শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী মোঃ নাঈম হোসেন,শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এবার ২০২৩ সালে উপজেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন টিপু।
এ’সময় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন, শিক্ষকবৃন্দ ও ধামরাইয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
২০১৫ সাল থেকে তিনি পুরষ্কৃত হয়ে আসছেন বলে জানান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন টিপু।