রনজিত কুমার পাল (বাবু):
বাংলাদেশের ধর্মীয় সংগঠনের মধ্যে হরিনাম সংকীর্ত্তন উৎসবে অংশ গ্রহণকারী ভক্তবৃন্দের সংগঠন গুলোর মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ। সকল ভক্তবৃন্দের প্রাণের স্পন্দন হিসেবে ভক্তবৃন্দের মিলনমেলার জন্য এবারো প্রেমভক্তি আত্নশুদ্ধি, বিশ্বশান্তি মানব কল্যাণ ও মঙ্গলার্থে রাজধানী ঢাকার রমনার সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রক্ষ্ম হরিনাম সংকীর্ত্তন উৎসব -২০২৩ এর আয়োজন করে সনাতনী ভক্ত বৃন্দের আস্হার প্রতীক শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৭ জুলাই)রাতে শুভ অধিবাস কীর্ত্তনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার রমনার সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে তৃতীয় বার্ষিক ষোল প্রহরব্যাপী অখন্ড তারকব্রক্ষ্ম হরিনাম সংকীর্ত্তন উৎসব শুরু হয় শুক্রবার (২৮ জুলাই -২০২৩) ভোর সকাল থেকে।
শনিবার (২৯ জুলাই) রজনীপ্রভাত পর্যন্ত নামযজ্ঞ উৎসব চলে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রুপ ধারণ করে।
নামযজ্ঞ উৎসবে আগত সকল ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত প্রসাদ সেবার ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের শ্রেষ্ঠ প্রথম সারির ৬টি দল হরিনাম সংকীর্ত্তন উৎসবে নামসুধা বিতরন করেছে।
নামসুধা পরিবেশন করেন –
শ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (খুলনা)
শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা)
শ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় (ফরিদপুর)
শ্রী মহাপ্রভূ সম্প্রদায় (গোপালগঞ্জ)
শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায় (গোপালগঞ্জ)
শ্রী মিরার প্রভূজী সম্প্রদায় (লক্ষ্মীপুর)।
শ্রী কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ হরিনাম সংকীর্ত্তন উৎসব মিলিত হয়ে মিলনমেলায় কমিটির সদস্যদের উত্তরীয় পরিয়ে বরন করে সম্মানিত করেন কমিটির সভাপতি শ্রী ভবতোষ দে, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব চন্দ্র রায় (গোপাল),কার্যকর সভাপতি শ্রী শ্যামল চৌধুরী, কোষাধ্যক্ষ শ্রী পরিতোষ ঘোষ, সহ-সভাপতি শ্রী বিদ্যুৎ কুমার গোপ,যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নারায়ণ দত্ত,শ্রী ড়জন কুমার মিত্র প্রমূখ।
এ’মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুব্রত পাল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশন এর ট্রাস্টি শ্রী জয়ন্ত কুমার দেব।
বিশেষ অতিথি ছিলেন শ্রী কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রী রাম প্রসাদ পোদ্দার।
শ্রী কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী ভবতোষ দে বলেন-বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কৃষ্ণ ভক্ত বৃন্দের এক বিশাল মহা মিলন মেলায় পরিনত হয়েছে, সিদ্ধেশ্বরী শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে, শ্রী কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নিমন্ত্রণে, দুরদুরান্ত থেকে ছুটে আশা সাধু গুরু বৈষ্ণব ভক্তগন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন আজীবন। আর আশা রাখছি ভবিষ্যতেও এই ভাবেই আপনারা আপনাদের চরণ ধুলি দিয়ে আমাদের কৃতার্থ করিবেন। জয় হোক ভক্তের জয় হোক শ্রী কৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির।