• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট, আহত ১০, থানায় মামলা না নেওয়ার অভিযোগ জগন্নাথপুর বাজারে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ, ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ ডুমুরিয়ার চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন স্বামি দাবি করে বাঁশখালীতে তরুণীর অনশন নিয়ে ধুম্রজাল আমতলীতে পাগলা কুকুরের কামড়ে ৩২ জন আহত সেনবাগে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাঁশখালীতে ৬৪৫ বোতল বিদেশী মদ জব্দ, গাড়ি সহ গ্রেফতার-০৩ রেড ব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্লাশ পার্টি ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা):

খুলনার পাইকগাছায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির ঘটনায় মিহির মন্ডল (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল নবপল্লী এলাকার অজিত মন্ডলের পুত্র।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি এলাকায় এ ঘটনাটি ঘটে। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

জানাযায়, বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিতে মাছ কেনার সময় মাছ ব্যবসায়ী মিহির মন্ডল ও তার জ্যাঠাতো ভাই জগন্নাথ ওরফে অনুজ মন্ডল অপর মৎস্য ব্যবসায়ী তহিদুর রহমান রনি’র সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেন। এ সময় রনি ঘটনার তীব্র প্রতিবাদ জানালে ঘটনাটি মুহুর্তেই আড়ৎ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

এরপর মুহূর্তেই এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরাসহ ধর্মপ্রাণ মুসল্লীরা কটুক্তিকারীদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আড়ৎদারী সমিতি কর্তৃপক্ষ কটুক্তিকারী মিহিরকে সমিতির কার্যালয়ে আটকে রাখে। অপরদিকে মিহিরের জ্যাঠাতো ভাই জগন্নাথ ওরফে অনুজ পালিয়ে যায়।

তাৎক্ষণিক খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি সামাল দিতে কটুক্তিকারী মিহিরকে আটক করেন।

সর্বশেষ এ ঘটনায় মাছ ব্যবসায়ী রনি বাদী হয়ে আটক মিহির ও পলাতক জগন্নাথ ওরফে অনুজকে আসামী করে থানায় একটি মামলা করেন। যার নং-৩৪, তাং-২৭/০৭/২০২৩ ইং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক মিহিরের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী জগন্নাথকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ