বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
“স্মাট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উক্ত খেলায় সারিয়াকান্দি ক্রীড়া সংস্থা বনাম গাবতলী ক্রীড়া সংস্থা এ খেলায় অংশগ্রহণ করেন।
১৬ই জুলাই রবিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু,সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সাঈদা পারভীন, গাবতলী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কুরশিয়া আক্তার, সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান মতি,সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ চক্রবর্তী, সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের, সহ সভাপতি আব্দুল জলিল মোল্লা, সোনাতলা পৌর কাউন্সিলর ও উপজেলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক নিপুণ আনোয়ার কাজল, সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদুর রশিদ সোহেল, ফিদা হাসান খান টিটো, শাহনাজ তালুকদার বাবু প্রমুখ।
উক্ত খেলায় গাবতলী ক্রীড়া সংস্থা ১ ও সারিয়াকান্দি ক্রীড়া সংস্থা ১ গোল করে সমমান পয়েন্ট জিতে নেন। এসময় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি দুরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল। উক্ত খেলাটি ধারাভাষ্য কারে ছিলেন মজনু রায়হান ও পরিচালনা করেন জাহিদুল ইসলাম এবং সহকারী হিসেবে ছিলেন ফজলে রাব্বি,জুয়েল শেখ ও শাহিনুর ইসলাম।