
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
বগুড়ার দুপচাঁচিয়া থানার পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গত ১৯ জুন গ্রেফতার করেছে থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানা সুত্রে জানা যায়, এসআই মোঃ এরশাদ আলী সঙ্গীয় অফিসার এএসআই মোঃ ফরিদুল ইসলাম সহ দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার মেঘা নয়াপাড়া গ্রামে জনৈক পিন্টু ফকিরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম(২৫) এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর জেলার আদমদীঘি থানার কুন্দগ্ৰাম উত্তর পাড়ার আমির উদ্দিন মুন্সির ছেলে মোঃ জহুরুল ইসলাম জনি(৩৫), কাছ থেকে পলিথিনে মোড়ানো ১৪ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন যাহার ওজন ২ গ্রাম সহ ১৯ শে জুন সন্ধ্যায় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।
এ ঘটনায় থানার এসআই মোঃ এরশাদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আসামী করা হয়েছে মোঃ জহুরুল ইসলাম জনি(৩৫) অপরদিকে এসআই মোঃ সজীব মাহমুদ, মোঃ আমিরুল ইসলাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া থানাধীন দুপচাঁচিয়া পৌরসভাস্থ তিশিগাড়ী এলাকায় সুপ্রিম ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর থেকে পশ্চিম সুখানগাড়ি গ্ৰামের আনিছুর রহমানের ছেলে মোঃ আল-মাহমুদ ওরফে মীম(২৪)কে সাদা পলিথিনের ভিতর সর্বমোট ১০ পাতায় ১০০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৯শে জুন রাত্রী ১০:৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন।
উল্লেখিত ঘটনায় এসআই মোঃ মোসাদ্দেকুল ইসলাম বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামী মোঃ আল-মাহমুদ ওরফে মীম(২৪)এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
এছাড়াও এসআই মোঃ আলেফ উদ্দিন, দুপচাঁচিয়া থানা, বগুড়া সঙ্গীয় অফিসার এএসআই মোঃ ইয়াকুব আলী দুপচাঁচিয়া থানা, এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুপচাঁচয়িা থানাধীন ডিমশহর গুমড়াগাড়ী মোঃ সানউিল ইসলাম ওরফে সানি পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-দুপচাঁচিয়া মাষ্টারপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া এর সিলভার ও গুনার নেট ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তায় আসামী মোঃ বাচ্চু ফকরি(৬০), পিতা মৃত-আছমত ফকির, ভাতহান্দা, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া পলিথিনের মধ্যে ৩০ পুরিয়া গাঁজা যাহার ওজন ৪৫ গ্রামসহ ১৯/০৬/২০২২ তারিখ রাত্রী ১১:২৫ ঘটিকার সময় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।
উল্লেখিত ঘটনায় এসআই মোঃ আলেফ উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ে করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামী মোঃ বাচ্চু ফকরি(৬০)এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়।
উক্ত আসামীদের আজ সোমবার বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে মর্মে নিশ্চিৎ করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।