
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বিনোদনে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদ উল আযহা ঈদ আনন্দ উল্লাস ও উপভোগ করতে বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচে পরা ভীড়।
ছোট থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের ঢল।
তবে দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় বন্য পশুদের তুলনামূলক সংখ্যা কম আরো পর্যাপ্ত পরিমাণ বন্য প্রাণী বাড়াতে হবে। এতে বাংলাদেশ আরো ক্ষ্যাতিমান পাবে আরো সুনাম লাভ করবে। বন্য পশু পাখি,জলহস্থি,ভূটান গরু,চিতা হরিণ চিতা বাঘ,মেছো বাঘ,নানান প্রকার সাপ,কুমির ও নানান প্রজাতির বানর সবই সংখ্যা কম।
আরো বেশি করে সংগ্রহ করতে হবে বন থেকে,চিড়ায়াখানা জম জমাট থাকতে হবে বণ্য পশু দিয়ে তাহলে বাংলাদেশ বাণিজ্যিক ভাবেও লাভবান হবে বলে জানান দর্শনার্থীরা।