যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলি, নিহত ৩

ভয়াবহ বন্দুক হামলা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) ওই বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি করেন। খবর রয়টার্সের।
রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল সে। এসময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি পুলিশ। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে এই হামলার পেছনের উদ্দেশ্যে এখনো জানা যায়নি।
উল্লেখ্য, একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলের মতো স্থানগুলোও। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। এছাড়া একের পর এক হামলা ঘটছেই প্রতিনিয়ত।